নোয়াখালী জেলা সম্পর্কে

সমিতির ইতিহাস

আমাদের গর্ব আমরা নোয়াখালীর সন্তান । সৃষ্টির শুরু থেকে মানুষ ভাগ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি জমিয়েছে আমরাও তার ব্যাতিক্রম নই । তার ধারাবাহিকতায় আমাদের অনেকে পাড়ি জমিয়েছে যুক্তরাজ্য। একে অপরের সাহায্য সহযোগিতায় এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে ২০১৪ সালে গঠিত হয় নোয়াখালী সমিতি।

সভাপতি ও সাধারন সম্পাদকের বানী

আব্দুর রব

সভাপতি, নোয়াখালী সমিতি ইঊকে

প্রিয় নোয়াখালীবাসী ভাই ও বোনেরা আসসালামুয়ালাইকুম,

প্রথমে সবাইকে আমার মনের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, আমার উপর আস্থা রেখে নোয়াখালীর এত বড় দায়িত্বে অধীস্থ করার জন্য।আমি নিজেকে গর্বিত মনে করছি, নোয়াখালী  সমিতি সাথে কাজ করতে পেরে। আমাদের নোয়াখালীর সমিতির মূল লক্ষ্য হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে আমাদের দেশের মানুষের জন্য ও আমাদের নতুন প্রজন্মের জন্য ভালো কিছু উপহার দেওয়া।আমাদের আয়োজিত সকল আয়োজন বনভোজন, ইফতার মাহফিল, চা পার্টি, সুখ দুঃখের গল্প করা, এই যে অন্য রকম তৃপ্তি প্রবাসে থেকে দেশের অনুভুতি। কোভিড-১৯ মহামারীতে আমরা আমাদের অনেক প্রিয় মানুষকে হারিয়েছি যা কিনা কোন দিনেও ফিরে পাওয়া সম্ভব না। এই ুর্দিনের আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নোয়াখালীবাসীর জন্য তথা দেশের ও মানুষের জন্য। সকলের অংশ গ্রহনে ও আর্থিক সহায়তার কারনে আমরা বছরব্যাপী নোয়াখালীর বিভিন্ন থানায় ত্রান কার্যক্রম পরিচালনা করেছি, যা একমাত্র সম্ভব হয়েছে আপনারা যার যার অবস্থান থেকে এগিয়ে আসার কারনে। আমি আশা করি ভবিষ্যতেও যে কোন আয়োজনে আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

সবাইকে ধন্যবাদ

আবু জাফর

সাধারন সম্পাদক, নোয়াখালি সমিতি ইউকে

শ্রদ্ধেয় নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম,

নোয়াখালী সমিতি একটি সমাজকল্যাণমূলক সংগঠন যা বাংলাদেশের নোয়াখালী জেলার (নোয়াখাইল্লা) যুক্তরাজ্যেে বসবাস কারী মানুষদের  কল্যাণের জন্য ,  পাশাপাশি বাংলাদেশের নোয়াখালী ও বাংলাদেশীদের সামাজিক ও অর্থনৈতিক সহায়তার জন্য গঠিত হয়েছে । সর্বোত্তম সেবা আমাদের মূলমন্ত্র।

আমরা আমাদের নারী, শিশু, যুবতী মেয়েদের শিক্ষাগত কার্যক্রম, প্রশিক্ষণ দিয়ে  সহায়তা  করতে চাই, যাতে তারা এই পশ্চিমা বিশ্বের আইন এবং প্রয়োগ সম্পর্কে জানতে পারে।

আমাদের সম্প্রদায়ের সমস্যা বা বর্ণবাদ সম্পর্কিত যে কোন বিষয়ে  দয়া করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা  কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে   সর্বাধিক সহায়তা করব।আমরা সকলের সহযোগিতায় এগিয়ে যেতে চাই ।

সবাইকে ধন্যবাদ

আবুল হোসেন নিজাম

ট্রেজারার

প্রিয় নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম,

সাগর স্নাত ও উপকূলীয় বনাঞ্চল বেষ্টিত নোয়াখালী বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রাচীন জেলা। এই জেলার সবুজ শ্যামল প্রকৃতির নয়নাভিরাম নিসর্গ মনোরম ও প্রদীপ্ত। মেঘনার ভাঙ্গা গড়া ও খাম খেয়ালীর শিকার এ জেলার আত্মবিশ্বাসী মানুষগুলি বিশ্বের বিভিন্ন দেশে সুপ্রতিষ্ঠিত। বর্হিবিশ্বে বা দেশে এ জেলার ঐতিহ্য কে সমুন্নত রাখতে যুগে যুগে সবাই কর্ম প্রয়াস চালিয়েছে।এরই ধারাবাহিকতায় আমাদের লোকজ ঐতিহ্য কে তুলে ধরার পাশাপাশি পারস্পরিক পরিচিতি বৃদ্ধির মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে ব্রিটেনে বসবাসরত নোয়াখালীবাসী ২০১৪ সালে নোয়াখালী সমিতি গঠন করে। সময়ের পরিক্রমায় এই সংগঠন কোভিড -১৯ ও বিভিন্ন দুর্যোগে মানুষের সাহায্যে এগিয়ে এসেছে এবং প্রবাসীদের মধ্যে ঐক্য তৈরি করেছে তা সত্যি প্রশংসার দাবিদার।

এইসব কিছুই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় এবং আন্তরিকতায়, এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

(১) প্রধানত অসহায় মানুষের সেবা ও শিক্ষা কর্মকাণ্ড পরিচালনা করবে।

(২) প্রবাসীর মধ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের প্রত্যয় সৃষ্টি করা।

(৩) এলাকার গরীব, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া লেখা চালিয়ে যেতে সহায়তা বা উদ্ভুদ্ব করা এবং বিনামুল্যে বই বিতরন করা।

(৫) প্রবাসী ও নোয়াখালীস্থ ছাত্র-ছাত্রীদের মেধা ও সৃজনশীলতার সর্বাধিক বিকাশের লক্ষ্যে তাদেরকে প্রণোদিত ও সংগঠিত করা ও মেদাবী ছাত্র ছাত্রীদেরকে উপবৃত্তি প্রদান করা।

(৬) রমজান মাসে অসহায় গরিবদের মাঝে ইফতারি সামগ্রী বিতরন করা ও ইফতারি পার্টি আয়োজন করা।

(৭) “ঈদ উৎসব” ঈদে অসহায় গরিবের মাঝে ঈদ প্যাকেজ বিতরন করা।

(৮) শিশু কল্যাণঃ নোয়াখালীর গরীব শিশু-কিশোরদের অক্ষরদান দেয়ার জন্য গণশিক্ষা কেন্দ্র/পাঠাগার প্রতিষ্ঠা করা এবং দরিদ্র শিশুদের খেলাধুলার পাশাপাশি সু-স্বাস্থ্য নিশ্চিত কল্পে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা এবং শিশুদের বাল্যবিবাহ রোধে সভা-সেমিনার ও গনসচেতনতা সৃষ্টি করা।

(৯) সকল প্রকার খেলাধুলার আয়োজন, অংশগ্রহন ও প্রতিভাবান খেলোয়ারদের প্রশিক্ষন এর ব্যাবস্থা করা।

(১০) সমাজ বিরোধী কার্যকলাপ হইতে কিশোর-যুবকদের বিরত রাখিবার উদ্দেশ্যে চিত্ত-বিনোদন ও সাংস্কৃতিক কর্মসূচীর ব্যবস্থা করা।

(১১) যে কোন সেবামূলক কাজে জনগনকে উদ্ভুদ্ব করা এবং জনগনকে সেবামূলক কাজে সহযোগিতা করা।

(১২) দেশের দুর্ভিক্ষ, বন্যা, ঘুর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে সাহায্য সামগ্রী নিয়ে দুঃস্হ, ও ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে যাওয়া শীত বস্র বিতরন এবং তহিবল বৃদ্ধি ও সংরক্ষনার্থে দান।

(১৩) প্রবাসে ও নোয়াখালীতে ফুটবল, ক্রিকেট বেটমিন্টন টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।